এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকায় আসছে জাতিসংঘ দল

ডেস্ক রিপোর্ট

ডেঙ্গু
ফাইল ছবি

এডিস মশা নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করতে জাতিসংঘের একটি বৈজ্ঞানিক দল আগামী বুধবার ঢাকায় আসবে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা—আইএইএ, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা—ফাও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু’র ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত দলটি এডিস মশার প্রজনন প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

universel cardiac hospital

আজ সোমবার ভিয়েনা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের ৩ জন বিশেষজ্ঞ আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

অস্ট্রিয়ায় বাংলাদেশের দূতাবাসের বিশেষ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের দলটি আসছে। এ কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় দূতাবাসকে সহায়তা করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে