পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইংল্যান্ড সফরের সূচি চূড়ান্ত করেছে। আগামী বছরের ৩ জুলাই শুরু হওয়া এ সফর শেষ হবে ২ সেপ্টেম্বর।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, ওই সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ২০১৯-২০ মৌসুমে এটাই হবে পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজ।
এর আগে অক্টোবরে শ্রীলংকা ও জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে হোম সিরিজ খেলবে পাকিস্তান। তাছাড়া অস্ট্রেলিয়া সফরও রয়েছে।
পিসিবির বিবৃতি অনুসারে, লর্ডসে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের ইংল্যান্ড সফর। সফরের অন্য ম্যাচগুলো হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড এবং নটিংহামের ট্রেন্ট ব্রিজে।
পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান বলেন, এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য পাকিস্তানের এটি ইংল্যান্ডে প্রথম সফর। এ সফরে প্রমাণ হবে পাকিস্তান ক্রিকেট দল টেস্টে কতটা পারদর্শী।
তিনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়ার মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি জোরদার হবে পাকিস্তানের।
উল্লেখ্য, ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।