গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেন ওরফে খোকন (৩৯) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন নোয়াগাঁও এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাকারবারে জড়িত বলে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য।
তিনি বলেন, খোকনের বাড়িতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব।
তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রাম দা, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা মামুন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে খোকন ওইসব অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
খোকনের বিরুদ্ধে একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।