৮ সেপ্টেম্বর বসছে সংসদ অধিবেশন

ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

আজ (বুধবার) অধিবেশন শুরু সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

universel cardiac hospital

সংসদ সচিবালয়ের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ অধিবেশন কত দিন পর্যন্ত চলবে তা নির্ধারণ করা হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। অধিবেশন শুরুর দিন এই কমিটির বৈঠক হবে। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস বেশি হবে না বলে জানা গেছে।

এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে