কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

সারাদেশ ডেস্ক

বন্দুকযুদ্ধ
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর তীরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং শরণার্থীশিবিরের মোহাম্মদ সাকের (২২) ও টেকনাফের মৌচনি রোহিঙ্গা শিবিরের মো. নুরুল আলম (৩০)।

নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী জানিয়ে বিজিবি বলছে, বন্দুকযুদ্ধের সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার খবরে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা  তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

তিনি আরও বলেন, পরে পাচারকারীরা পালিয়ে গেলে নাফনদীর তীর থেকে ওই দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

বিজিবি কর্মকর্তা জানান, দুই মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযানের সময় তিনটি দেশীয় অস্ত্র (এলজি), দুটি কিরিচ ও ৫০ হাজার ইয়াবা  উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, বিজিবি হাসপাতালে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসেন। দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে