কাশ্মীর ইস্যু: সেনাপ্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খান ও কামার জাভেদ বাজওয়া
ইমরান খান ও কামার জাভেদ বাজওয়া। ছবি: সংগৃহীত

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

২২ আগস্ট (বৃহস্পতিবার) দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তার দফতরে জেনারেল বাজওয়াকে বৈঠকের আমন্ত্রণ জানান।

universel cardiac hospital

পাকিস্তানের জিয়ো টিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এবং জেনারেল বাজওয়া ভারত অধিকৃত কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা জানানো হয়নি।

জেনারেল বাজওয়াকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এটি প্রথম বৈঠক।

৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা রহিত করা হলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত হয়। এর মোদি সরকার কাশ্মীরকে দুটি আলাদা অঞ্চল হিসেবে ঘোষণা করেন।

এর পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে চলতি মাসে সীমান্তে পারমাণবিক দেশ দুটির মধ্যে কয়েকদফা গোলাগুলি হয়েছে। এতে দু’দেশের বেশ কয়েকজন সৈনিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ উত্তেজনার মধ্যেই ভারত পরোক্ষাভাবে পাকিস্তানকে পারমাণবিক হামলার হুমকি দেয়।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা দেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়, কাশ্মীরি জনগণকে সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে