১৭ নভেম্বর শুরু হবে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

মত ও পথ রিপোর্ট

সমাপনী পরীক্ষা
ফাইল ছবি

আগামী ১৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

আজ বৃহস্পতিবার পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সূচি অনুযায়ী প্রাথমিকের ইংরেজি পরীক্ষা ১৭ নভেম্বর রোববার, বাংলা পরীক্ষা ১৮ নভেম্বর সোমবার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৯ নভেম্বর মঙ্গলবার, প্রাথমিক বিজ্ঞান ২০ নভেম্বর বুধবার, ধর্ম ও নৈতিক শিক্ষা ২১ নভেম্বর বৃহস্পতিবার ও গণিত পরীক্ষা গ্রহণ করা হবে ২৪ নভেম্বর রোববার।

অন্যদিকে ইবতেদায়ির ইংরেজি পরীক্ষা ১৭ নভেম্বর রোববার, বাংলা ১৮ নভেম্বর সোমবার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১৯ নভেম্বর মঙ্গলবার, আরবি ২০ নভেম্বর বুধবার, কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্‌ ২১ নভেম্বর বৃহস্পতিবার এবং গণিত পরীক্ষা গ্রহণ করা হবে ২৪ নভেম্বর রোববার।

নির্ধারিত সময়ের পর বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি বরাদ্দ থাকবে বলে পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে