ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪ জন।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা যায়।
পুলিশ এবং নিহতের পরিবারের লোকজন জানায়, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের ৫ সদস্য ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চাকা বিকল হয়ে যায়।
- আরও পড়ুন, কক্সবাজারে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত ৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।