প্রাথমিকে সৃষ্টি হচ্ছে ৬১ হাজার ১৬৬ শিক্ষকের পদ

মত ও পথ প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

২০১৯-২০ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৬১ হাজার ১৬৬ শিক্ষকের পদ সৃষ্টি করবে। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গণমাধ্যমে প্রেরিত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) বার্ষিক পর্যালোচনা সভা।

universel cardiac hospital

এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

মো. আকরাম-আল-হোসেন বলেন, পিইডিপি ৪-এর মূল লক্ষ্যই হলো প্রি-প্রাইমারি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। নতুন শিক্ষকের পদ সৃষ্টির পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষগুলোতে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে