সাতক্ষীরায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

সারাদেশ ডেস্ক

এডিস মশা
ফাইল ছবি

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়।

universel cardiac hospital

ডেঙ্গুতে মারা যাওয়া শাহানারা খাতুন (৩৭) সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে শাহানারা খাতুন ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ডেঙ্গু আক্রান্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রিকলস গ্রামের সিরাজুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছেলে আলমঙ্গীর হোসেন গাজী (১৪) সাতক্ষীরা থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যায়।

সাতক্ষীরার সিভিল সার্জন জানান, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে