আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। চট্টগ্রাম ও ঢাকা দুইটি স্থানে অনুষ্ঠিত হবে পুরো সিরিজ।
বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে একটি টেস্ট এবং ৭টি টি২০ ম্যাচের এই সিরিজের টাইটেল স্পন্সর জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস ‘ওভাই’।
প্রাথমিকভাবে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয়ে টি২০ দিয়ে সমাপ্ত হবে এই সিরিজ।
১ ও ২ সেপ্টেম্বর অনুশীলন ম্যাচ শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার পাঁচদিনের টেস্ট সিরিজটি শুরু হবে চট্টগ্রামে, ৫ সেপ্টেম্বর।
টি২০ ম্যাচের চারটি অনুষ্ঠিত হবে ঢাকায় এবং তিনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
সিরিজের সময়সূচি ও স্থান নিচে উল্লেখ করা হলো-
০৫/০৯/২০১৯ – আফগানিস্তান বনাম বাংলাদেশ – জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১৩/০৯/২০১৯ – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে – শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৪/০৯/২০১৯ – আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে – শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৫/০৯/২০১৯ – বাংলাদেশ বনাম আফগানিস্তান – শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৮/০৯/২০১৯ – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে – জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০/০৯/২০১৯ – আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে – জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২১/০৯/২০১৯ – বাংলাদেশ বনাম আফগানিস্তান – জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
- ৫ বিলিয়ন ডলারের চামড়াজাত পণ্য রফতানির টার্গেট সরকারের
- কাশ্মীরিদের স্বাধীনতার সুযোগ এসেছে : ইমরান খান
ফাইনাল ম্যাচ
২৪/০৯/২০১৯, শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
উল্লেখ্য, এই সিরিজে খেলার উদ্দেশ্যে ৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১১ সেপ্টেম্বর অনুশীলন ম্যাচ খেলবে তারা। ত্রিদেশীয় এই সিরিজের সমাপনী ম্যাচ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।