লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন পেলেন ইউএসআই ফেলোশিপ

ডেস্ক রিপোর্ট

প্রথম বিদেশি হিসেবে ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের (ইউএসআই) ফেলোশিপ অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ।

সামরিক নেতৃত্ব শিক্ষা ও চর্চার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট মামুন খালেদকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং গত ১৯ অগাস্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে ফেলোশিপ সনদ প্রদান করেন।

১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লিভিত্তিক ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন ভারতের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক ‘থিংকট্যাংক’ হিসেবে পরিচিত। প্রতিরক্ষা সেবার সব বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।

ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে