৮ প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ১৪০ কোটি টাকা অনুদান

ডেস্ক রিপোর্ট

৮ প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর অনুদান
ছবি : সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটটি প্রতিষ্ঠানকে ১৪০ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আট প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ তহবিল ২৫ কোটি টাকা করে পেয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরকে ১৫ কোটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবলড প্রটেকশন ট্রাস্টকেও পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে প্রেস সচিব জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে