পারলো না আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

পারলো না আবাহনী
ছবি : সংগৃহিত

ইতিহাস গড়া হলো না আবাহনীর। উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এসসিকে প্রথমার্ধ গোলশূন্য আটকিয়ে রেখেও তারা হেরে গেছে ২-০ গোলে।

দুই ম্যাচ মিলে উত্তর কোরিয়ান ক্লাবটি ৫-৪ গোলে জিতে উঠে গেলো এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ ফাইনালে। আবাহনীর স্বপ্ন থামল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে।

universel cardiac hospital

ঢাকায় ৪-৩ গোলের জয় আবাহনীকে আশাবাদী করেছিল। কিন্তু ঢাকা আর পিয়ং ইয়ং যে এক কথা নয়, সেটা উত্তর কোরিয়ান ক্লাবটি বুঝিয়ে দিয়েছে নিজেদের মাটিতে।

এক অর্ধে তারা গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল আদায় করে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের জোনাল ফাইনালে উঠলো এপ্রিল টোয়েন্টিফাইভ এসসিকে।

৪৯ মিনিটে প্রথম গোল করে কোরিয়ান ক্লাবটি। ব্যবধান দ্বিগুণ করে ৮৩ মিনিটে। দুটি গোলই করেছেন কিম সুং ইয়ং।

ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড পেয়েছেন আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়া। পিছিয়ে পড়ার পর আবাহনী যখন মরিয়া ছিল ম্যাচে ফিরতে তখন মামুন মিয়ার লাল কার্ড আবাহনীর সম্ভাবনা আরো কমিয়ে দেয়।

উল্টো ৮৩ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশের আকাশী-হলুদ জার্সিধারীরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে