ঢাকার সাভারের আশুলিয়ায় রাস্তার পাশে থেমে থাকা দুটি বাসের পেছনে নিয়ন্ত্রণহীন আরেকটি বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এএসআই মোহাম্মদ রাহাত জানান।
নিহত জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩) উত্তরবঙ্গ ও ঢাকার মধ্যে চলাচালকারী আহাদ পরিবহনের বাসের কর্মী।
এ ঘটনায় আরো দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি বাস কবিরপুর এলাকায় বিকল হয়ে যায়।
এ সময় ওই কোম্পানির আরেকটি বাসের সাহায্যে দড়ি বেঁধে বিকল বাসটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কর্মীরা।
ঠিক তখন দ্রুত গতিতে আসা এসআর প্লাস পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহাদ পরিবহনের বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
তাতে আহাদ পরিবহনের কর্মী জাহাঙ্গীর ও জলিল ঘটনাস্থলেই মারা যান। পরে আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।