‘১৫ আগস্ট কেউ জন্মদিন উদযাপন করে, ভাবতেই লজ্জা হয়’

বিশেষ প্রতিবেদক

আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

‘ভাবতেই লজ্জা হয়, ১৫ আগস্ট কেউ ঘটা করে জন্মদিন উদযাপন করে। এতেই বোঝা যায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার খামারবাড়ি মৃত্তিকা ভবনের আকামু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের সমালোচনা করে এ কথা বলেন।  

universel cardiac hospital

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন, তাদেরও ক্ষমা করেনি ইতিহাস। আমরা খুনিদের দেশে- দেশের বাইরে থেকে খুঁজে খুঁজে এনে ফাঁসির কাস্টডিতে তুলেছি। তারা কখনো ক্ষমা পাবার যোগ্য না।

তিনি বলেন, আমি অনেক দেশে যাই। যারা আমাকে চেনেন, তারা পথের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনারা সেই দেশের লোক যে দেশের মানুষ জাতির পিতাকে হত্যা করে। লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। তবে বলে আসতে পারি, আমরা তাদের ক্ষমা করিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়, সেই ১৫ আগস্ট, আবার কেউ জন্মদিন উদযাপন করে। ঘটা করে করা জন্মদিনেই বোঝা যায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে