ঢামেকে ডেঙ্গু কেড়ে নিল নারীর প্রাণ

ডেস্ক রিপোর্ট

এডিস মশা
ফাইল ছবি

ডেঙ্গু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মুন্নি বেগম নামের ৫২ বছর বয়সী নারী কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার আলী আশরাফ ব্যাপারীর স্ত্রী।

universel cardiac hospital

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে আটতলার ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

মুন্নি বেগমের ছেলে ইমরান হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর গত বুধবার তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

তবে ঢাকা মেডিকেলে ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া চালু হওয়ায় মুন্নি বেগমের মৃত্যুর বিষয়ে কোনো কথা বলতে চাননি হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ কমছে।

শুক্রবার বিকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি ছিরেন মোট ৪৬৯ জন ডেঙ্গু রোগী। আর ৫৬ জন এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেথ রিভিউ প্রক্রিয়া শেষে এ বছর ডেঙ্গুতে মোট ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৮০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।  

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে