বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সব্যসাচী চক্রবর্তী এবং সুবর্ণা মুস্তাফার অভিনয়ে তৈরি হচ্ছে ‘গণ্ডি’ নামের একটি চলচ্চিত্র।
ছবির গল্পটি এমন- দুই বয়স্ক মানুষ বাড়িতে একা। তাদের ছেলে-মেয়েরা বিদেশে। তাদের মধ্যে আলাপ জমে। দেখা হয় রোজ। কিছু প্রেমাস্পর্শ।
এরকম কিছু চরিত্র নিয়ে তৈরি হয়েছে ছবিটি। যাতে অভিনয় করছেন সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা। খবর আনন্দবাজার পত্রিকা।
ধর্মীয় অনুশাসন, সমাজ একা মানুষের স্বাধীনতাকেও আটকে রাখে। খোলা আকাশে নিঃশ্বাস নেয়ার, স্বাভাবিক বন্ধুতারও অধিকার নেই। ঢাকা থেকে এই নির্মম সত্যের উপর আলো ফেললেন ‘ভুবন মাঝি’-র পরিচালক ফাখরুল আরেফীন খান।
‘গণ্ডি’-র শুট নিয়ে তিনি এখন খুব ব্যস্ত। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’।
খুব চেনা ছবি থেকে অচেনা গল্প বলেছেন শুভজিৎ রায়। এ অচেনা গল্প ঘিরে দু’জন প্রটাগোনিস্ট। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। একজন পুরুষ আর একজন নারী। কী সেই সিদ্ধান্ত? কেন সিদ্ধান্তের বিরোধী পক্ষ তৈরি হয়? এ নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য।
ছবির গল্প সম্পর্কে শুভজিৎ জানান, এই ‘গণ্ডি’র বন্ধুতা কোনো সমাজ, ধর্ম বা কাঁটাতার মানে না। এখানে মানুষের অন্তর সমস্যার মানসিক দৃশ্যপট তুলে ধরা হয়। বন্ধুত্বের মতো মানবিক জায়গা আজ কোন্ পর্যায়ে দাঁড়িয়ে? ভিন্ন ধর্মে কি বন্ধুতা হয় না? বয়স্ক দু’জন মানুষের বন্ধুতা কেন তার ছেলে-মেয়েদের কাছে গ্রহণযোগ্য হয় না? সেই জায়গা থেকে ‘গণ্ডি’ শব্দটা বেছে নেয়া।
তিনি বলেন, লন্ডন আর কক্সবাজারে দুই প্রবীণ মানুষের বন্ধুতার গল্প শুটিং হয়েছে। এ ছবিতে একটি গানের দায়িত্বে আছেন দেবজ্যোতি মিশ্র।