কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সারাদেশ ডেস্ক

বন্দুকযুদ্ধ
ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি তিনি জলদস্যু।

নিহত নুরুল কাদের রানা ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল গ্রামের নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, উপজেলার মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় সোমবার ভোরে র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নুরুল কাদের নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত যুবক বঙ্গোপসাগরের একজন কুখ্যাত দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বন্দুকযুদ্ধে নিহত জলদস্যুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে