মুসলিম দেশগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় সৃষ্ট সঙ্কটের সমাধানে সেখানে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে।
সংস্থাটির মহাসচিবের দফতরের এক বিবৃতিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থনও জানানো হয়েছে।
এই মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও গত ৫ আগস্ট ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার তা বাতিল করে দিয়েছে।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতিতে তা অস্বীকার করা হয়েছে। এতে মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে।
কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ওআইসি। পাশাপাশি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।
ওআইসির বিবৃতিতে কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।
কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া দরকার বলেও আইসি মন্তব্য করেছে।
সূত্র : পার্সট্যুডে