নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর তল্লাশি, অস্ত্র উদ্ধার

ক্যাম্পাস প্রতিবেদক

নোবিপ্রবিতে তল্লাশি, অস্ত্র উদ্ধার
ছবি : সংগৃহিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শহীদ আবদুস সালাম হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় হলের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র, মদের বোতল উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জাকারিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

universel cardiac hospital

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে বড় কিরিজ, চাপাতি, দা, বটি, রড়, লাঠি ও হাতুড়ি রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সকল ধরনের পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সিগারেট খাওয়া নিয়ে শনি ও রবিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ অন্তত ১৮ জন আহত হন।

পরে উত্তেজনা বিরাজ করায় সোমবার ছাত্রদের আবাসিক হল ‘শহীদ আবদুস সালাম’ হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ওই হলের সকল শিক্ষার্থীকে দ্রুত হল ত্যাগ করার নিদের্শও দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে