টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মেয়েদের টানা দুই জয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের মেয়েরা
ফাইল ছবি

স্কটল্যান্ডে চলছে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইপর্বের খেলা। সেখানে প্রথম দুই মাচেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ ইউকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। কিন্তু সেদিন বৃষ্টি হলে সেই ম্যাচটি পিছিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এদিকে, রোববার রাতে বাংলাদেশ খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেখানে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র করেছিল ৪৬ রান।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার তিনটি এবং জাহানারা ও খাদিজা তুল কুবরা দুটি করে উইকেট নেন। যুক্তরাষ্ট্রের একমাত্র চন্দ্রশেকার ১৫ রান করতে পারেন।

আর কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেননি। জবাবে বাংলাদেশ ৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ৩৪ বলে ৩০ রান করেন সানজিদা।

দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ। ১৬.৩ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ ৮ উইকেটে। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩২ রান করেন। এরপর বৃষ্টি নামে।

বৃষ্টিতে পাপুয়া নিউগিনির সামনে ৮ ওভারে ৫৯ রানের লক্ষ্য দাঁড়ায়। তারা ৮ ওভারে ৫২ রান করতে পারে। বাংলাদেশের হয়ে নাহিদা তিনটি এবং রিতু মনি দুটি উইকেট নেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে