মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করতে হবে : মিলার

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার (ফাইল ছবি)

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, নিজ দেশে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার দুপুরে সিলেটের কিনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মিলার বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে সেখানে পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা দেশে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর বিশ্ব সম্প্রদায়ের চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে; যা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে