নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন দেশের একটি টিভি চ্যানেলে প্রচারিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র অন্যতম বিচারক অভিনেত্রী শবনম ফারিয়া।
তার অভিযোগ, ওই অনুষ্ঠানের প্রতিযোগীদের করা বিভিন্ন প্রশ্নের কারণে তাকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। তার ব্যক্তিগত ফোন নম্বর ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে ‘মেহেদী হাসান ফরহাদ’ নামের একটি ফেইসবুক আইডি থেকে; এর পর থেকে নানা নম্বর থেকে অনবরত ফোন পাচ্ছেন তিনি।
পল্টন থানার ওসি মাহমুদুল হক আজ বুধবার মত ও পথকে বলেন, মঙ্গলবার বিকালে থানায় নিয়ে এ বিষয়ে জিডি করেন শবনম ফারিয়া। পুলিশ নিয়ম অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
জিডিতে বলা হয়েছে, পাঁচ দিন আগে শবনম ফারিয়া তার ফেইসবুকে ‘কিছু আজেবাজে কমেন্ট’ পান।
তার পরদিন ‘মেহেদী হাসান ফরহাদ- ফ্রেন্ডস ফর লাইফ’ নামের একটি আইডি থেকে রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা’র ছবি পোস্ট করে সেখানে শবনম ফারিয়ার ফোন নম্বর দিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, যে কারণে আমার মোবাইলে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর করে ফোন আসে। এছাড়াও অন্যান্য ফেইসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা প্রচার করছে। উক্ত ঘটনার কারণে আমার মান সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতার ভুগছি।
এই অভিনেত্রী বলেন, চ্যানেল আইয়ে প্রচারিত ওই শোর বিভিন্ন অংশ যুক্ত করে তৈরি করা একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। শোতে বিচারকদের নানা প্রশ্নের সমালোচনা চলছে। তার জেরেই অন্যান্য বিচারকদের সঙ্গে আমিও ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছি। এ কারণেই পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরিকল্পনার কথা জানিয়ে ফারিয়া বলেন, আমি কোনো অবান্তর প্রশ্ন সেখানে (প্রতিযোগীদের) করিনি, খুব সাধারণ কিছু প্রশ্ন করেছিলাম। অনুষ্ঠানের খণ্ডিত অংশ দেখে আমাকে বাজে ভাষায় আক্রমণ করা হচ্ছে। বাধ্য হয়ে ফেইসবুক নিষ্ক্রিয় করেছি। তারপর আমার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হলো।
শবনম ফারিয়া ছাড়াও জাকিয়া বারী মম, ইফতেখার আহমেদ ফাহমি, মোস্তফা কামাল রাজ রয়েছেন ওই শোর বিচারকদের মধ্যে।
‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মূল অভিনেতা খুঁজতে ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার চুক্তি অনুযায়ী চ্যানেল আইয়ে ওই রিয়েলিটি শো শুরু হয়।
- আন্তর্জাতিক চাপে পাকিস্তানের সুরবদল : দিল্লি
- কূটনীতিকদের ঐক্যফ্রন্ট নেতারা বিভ্রান্ত করতে পারবেন না : কৃষিমন্ত্রী
এ প্রতিযোগিতার বিজয়ীকে মাল্টিমিডিয়ার ব্যানারে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মূল নায়ক হিসেবে নেওয়ার কথা থাকলেও প্রযোজনা সংস্থাটি সেখান থেকে সরে এসে নিজেরাই মাসুদ রানা খুঁজতে শুরু করে।
ফলে রিয়েলিটি শোর নতুন নাম হয় ‘কে হবে হিরো’। এ প্রতিযোগিতার বিজয়ীরা ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রকল্প অধিকর্তা ইবনে হাসান খান।
তবে মাস খানেক আগে প্রচারে আসা এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে কবে হবে- তা জানাতে পারেননি তিনি।