শেরপুরে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সারাদেশ ডেস্ক

বগুড়ায় শেরপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষের পর দুই চালক ও এক সহকারী এবং বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার ভোরে ও সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান।

universel cardiac hospital

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন লালমনিহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুর (৪০) ও আমেনা বেগম (৩৫)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভোর ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

‘এ সময় দুই ট্রাকের চালক এবং এক চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।’

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কলেজ রোড়ে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় আমেনা বেগমের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ময়নাতদন্তের জন্য লাশ জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে