বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত
ছবি : সংগৃহিত

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা। গত ৪ থকে ৫ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা সফরকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে লঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিও তুলে ধরেন ড. মোমেন । তিনি জানান, রোহিঙ্গা সঙ্কটের সমাধান না হলে এ অঞ্চলের নিরাপত্তা ব্যাহত হবে। এ সঙ্কট সমাধানে শ্রীলঙ্কার সমর্থন চান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় মন্ত্রী বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে অনুরোধ জানান। অন‌্যদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে সমুদ্র পর্যটন উন্নয়নের উপর জোর দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে