কুষ্টিয়ার ভেড়ামারায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক গৃহবধূ মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর মৃত্যু হয়।
গৃহবধূর নাম রিনা খাতুন (২১)। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, রিনা খাতুন তিন দিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান।
- আরও পড়ুন, আজ পবিত্র আশুরা
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ওই গৃহবধূর অবস্থা জটিল ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলেও তিনি সেখানেই ছিলেন। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই উপজেলার বাহাদুরপুর এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মশা নিরোধে স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা কাজ করছেন।
কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। এর আগে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের জ্যোৎস্না খাতুন (৫৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫২ রোগী ভর্তি আছে। তাদের বেশির ভাগই দৌলতপুর উপজেলার বাসিন্দা।