তাজিকিস্তানে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই শুরু

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ
বাংলাদেশ

প্রায় ৩ সপ্তাহ অনুশীলনের পর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করলো বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। আজ রাত ৮টায় দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে বেজে গেছে কিক অফের বাঁশি।

দুশানবেতে অনুশীলনের পাশপাশি বাংলাদেশ দলকে দুটি প্রস্তুতি ম্যাচও খেলিয়েছেন কোচ জেমি ডে। এখন শুরু হলো আসল লড়াই। বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানদের বিপক্ষে শুরু হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আফগানরা নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল কাতারের কাছে ৬-০ গোলে। এটি বাংলাদেশের প্রথম ম্যাচ।

universel cardiac hospital

আফগানদের বিপক্ষে লড়াইয়ে কোন ১১ জনকে বেছে নিচ্ছেন ইংলিশ কোচ জেমি ডে- আজ দিনভর সে কৌতুহলই ছিল ফুটবলপ্রেমীদের মনে। জেমি কি আক্রমণাত্মক ছক তৈরি করবেন, নাকি রক্ষণ আগলে প্রতি আক্রমনের কৌশল নেবেন শারিরীকভাবে এগিয়ে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে?

একদিন আগেও কোচ জেমি ডে মাথা চুলকেছেন কিছু পজিশনের খেলোয়াড় বাছাই করতে গিয়ে। বলেছিলেন কিছু জায়গায় কাদের নামাবো তা নিয়ে আছেন সিন্ধান্তহীনতায়। সেরা একাদশ বেছে নিতে জেমি শেষ মুহূর্ত পর্যন্তই সময় নিয়েছেন।

বাংলাদেশ সর্বশেষ যে দুটি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে, সে দুটিতেই গোলদাতা রবিউল হাসান। লাওসের বিরুদ্ধে হোম ম্যাচে রবিউলকে একাদশ খেলিয়েছিলেন জেমি ডে।

আফগানদের বিপক্ষে বাংলাদেশ একাদশ

আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মামুনুল ইসলাম, সাদ উদ্দিন ও নাবিব নেওয়াজ জীবন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে