অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক

চন্দ্রবাবু নাইডু

ভারতের অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করা হয়েছে। একইসঙ্গে টিডিপির বেশ কয়েকজন নেতা ও নাইডুর ছেলে নারা লোকেশকেও গৃহবন্দি করা হয়েছে।

বুধবার তাদের গৃহবন্দি করা হয়।

এদিন থেকেই গুন্টুরে ‘চলো আত্মাকুর’ ব়্যালি শুরুর কথা ছিল। তার আগেই গৃহবন্দি করা হয় টিডিপির এই নেতাদের।

অন্ধ্রের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস কর্মীদের আক্রমণে শত শত টিডিপি কর্মী গ্রাম ছাড়া হয়েছেন। তারই প্রতিবাদে এই ব়্যালি হওয়ার কথা ছিল।

এদিনের কর্মসূচি ঘিরে শুরু থেকেই উত্তেজনা ছিল। দলীয়প্রধানের বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। সেখানে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। একসময় পুলিশের সঙ্গে টিডিপি কর্মীদের হাতিহাতি শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছানোর আগেই আন্দোলকারীদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার থেকেই গুন্টুরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। টিডিপির ডাকে অন্ধ্রে চলছে ১২ ঘণ্টার বনধ।

রাজ্য প্রশাসনের দাবি, টিডিপির মিছিলের অনুমতি ছিল না।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির পক্ষ থেকে জানানো হয়েছে,  রাজ্যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে নাইডুর দল অভিযোগ করেছে, টিডিপির নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ওয়াই এসআর কংগ্রেসের পক্ষ থেকে।

গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসার ১০০ দিন পূর্ণ করেছে ওয়াইএসআর কংগ্রেস সরকার।

‘গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকারতম দিন’ বলে জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

গৃহবন্দি থাকা টিডিপি নেতাদের মধ্যে অন্যরা হলেন-দেভিনেনী অবিনাশ, কেসিনেনী নানী এবং ভুমা আখিলাপ্রিয়া।

তবে বসে নেই রেড্ডির দলও। ক্ষমতাসীন দলটি চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার যে হিংসার রাজনীতি করেছিল তা তুলে ধরতে পাল্টা পদযাত্রার পরিকল্পনা করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে