বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ১২

সারাদেশ ডেস্ক

বঙ্গোপসাগরে একটি কয়লাবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে আজ বৃহস্পতিবার সকালে ডুবে যায় এমভি হীরা পর্বত-৮ নামের এ জাহাজটি।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সকাল সাড়ে ৮টার দিকে বিকল হয়ে যায় জাহাজটির ইঞ্জিন। একপর্যায়ে ডুবে যায় নৌযানটি। এ সময় এর ১২ নাবিক নিখোঁজ হন।

universel cardiac hospital

সাইফুল ইসলাম বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে