বিমানের নতুন এমডি অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন

ডেস্ক রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন।

বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

universel cardiac hospital

এর আগে গত ৩০ এপ্রিল চাকরির মেয়াদ এক মাস বাকি থাকতেই পদত্যাগ করেন বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ। পরে ভারপ্রাপ্ত এমডি হিসেবে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে দায়িত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে