ভাষা সৈনিক মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর শোক

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি
ফাইল ছবি

ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক, লেখক, গবেষক মুহম্মদ মুসার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সমিতির ত্রি-বার্ষিক সভা উপলক্ষে গঠিত স্মরণিকা সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভার শুরুতে ভাষা সৈনিক মুহম্মদ মুসার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

universel cardiac hospital

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘মুহম্মদ মুসার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিরাট শূন্যতার সৃষ্টি হলো।ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে আজীবন মনে রাখবে। তাঁর লেখা ‘ব্রাহ্মণবাড়িয়ার ইতিবৃত্ত’ বইটি জেলার ইতিহাস ও গুণীজনের পরিচিতিতে আঁকরগ্রন্থ হিসেবে সব সময় বিবেচিত হবে।’

উল্লেখ্য, মুহম্মদ মুসা গত ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

স্মরণিকা সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূর, প্রকাশনা কমিটির আহ্বায়ক মোঃ এনামুল হক,সদস্য মোঃ শামছুল আলম, ডা. মুহাম্মদ সাইফুদ্দিন খান, আবু আব্দুল্লাহ, ইস্তেয়াক আহমেদ রুমেল, মোঃ সজিবুল হুদা ও সদস্য সচিব ড. সন্তোষ কুমার দেব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে