যন্ত্রপাতি কেনার নামে রংপুর মেডিকেলে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ!

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজে (রমেক) যন্ত্রপাতি কেনাকাটায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অধ্যক্ষ ডা. নুর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রহমান।

universel cardiac hospital

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, বেঙ্গল সায়েন্টিফিকের মালিকের বাবা আবদুস সাত্তার, ছেলে আহসান হাবিব ও ভগ্নিপতি আসাদুর রহমান  এবং রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা গত বছরের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে