আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

মোস্তাফিজ

কিছুদিন আগেই ওয়ানডে সংস্করণে ১০০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করা মুস্তাফিজুর রহমান এবার টি-টুয়েন্টিতে অপেক্ষায় আরেকটি অর্জনে নাম লেখাতে। আর দুটি উইকেট পেলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিফটি পূর্ণ করবেন এই বাঁহাতি পেসার।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। ৭২ ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৮৮ উইকেট। টি-টুয়েন্টি অধিনায়কের ধারে কাছে নেই কেউ। ৩০ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে সাকিবের পরে আছেন ফিজ।

universel cardiac hospital

দেশের হয়ে চল্লিশ কিংবা তার বেশি উইকেট পাওয়া অপর দুই বোলার হলেন আব্দুর রাজ্জাক (৩৪ ম্যাচে ৪৪ উইকেট) ও মাশরাফী বিন মোর্ত্তজা (৫৪ ম্যাচে ৪২ উইকেট)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

তবে আগের রাত থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে কিছুটা অনিশ্চয়তা আছে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। আশা জাগানোর ব্যাপার হলো, বিকেলে থেমেছে বৃষ্টি। মেঘ সরে পরিষ্কার হতে শুরু করেছে মিরপুরের আকাশ। মাঠ থেকে তুলে ফেলা হয়েছে পিচ কাভারও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে