প্রথমবারের মতো শুরু হলো ম্যালেরিয়ার টিকা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হওয়ার পর প্রথমবারের মতো তা মানবদেহে প্রয়োগ করা হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়ার বিভিন্ন অঞ্চলে শুক্রবার শিশুদের এই টিকা দেওয়া শুরু হয়েছে।

প্রতি বছর বিশ্বের ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হন, যাদের বেশিরভাগই শিশুরা।

universel cardiac hospital

আগামী তিন বছরের মধ্যে কেনিয়ার তিন লাখের বেশি শিশুকে ম্যালেরিয়ার টিকা দেওয়া হবে। ম্যালেরিয়াতে গোটা পৃথিবীতে প্রতি বছর যত মানুষ মারা যায়, তার অর্ধেকই মারা যায় আফ্রিকা অঞ্চলের পাঁচটি দেশে।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়েকেসা মাসাসাবি বলেছেন, আমাদের এখনও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শতকরা ২৭ শতাংশ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।

তিনি বলেন, নতুন ভ্যাকসিন সম্পর্কে সচেতন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

‘আরটিএস,এস’ নামের এ টিকা শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ম্যালেরিয়ার জীবানুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।

প্রতিটি শিশুকে চার ভাগে (ডোজ) এই টিকা দেওয়া হবে এবং অবশ্যই শিশুর দুই বছর বয়স হওয়ার আগে চতুর্থ ডোজ গ্রহণ করতে হবে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে