স্বাগতিক থাইল্যান্ডের কাছে হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু করেছে বাংলাদেশ। আজ রোববার রাতে থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেয়েরা।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন থাইল্যান্ডের থনরথ প্রমথংমি। ফ্রি-কিক থেকে তার করা গোলটি ধরে রেখেই শুভ সূচনা করেছে স্বাগতিক দল।
বাংলাদেশের মেয়েদের দুর্ভাগ্য যে দুটি সহজ সুযোগ থেকেও গোল আসেনি। দুটি সুযোগই নষ্ট করেছেন স্ট্রাইকার তহুরা খাতুন। প্রথমার্ধে বক্সের মাথায় এসে তহুরাকে বাধা দেয়ার চেষ্টা করেও পারেনি থাই গোলরক্ষক।
তহুরা ডান দিক দিয়ে ঢুকে শট নিতে বিলম্ব করলে ডিফেন্ডাররা চলে আসেন। তহুরা তাড়াহুড়া করে ফাঁকা পোস্টে যে শটটি নেন তা ফিরে আসে ক্রসবারে লেগে। দ্বিতীয়ার্ধে তহুরা বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা বাইরে চলে যায় পোস্ট ঘেঁষে।
- সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলায় বিশ্বের তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ৫৫ হাজার ২৯৫
ব্যবধান দ্বিগুনও করতে পারতো স্বাগতিক মেয়েরা। ৮৬ মিনিটে পাওয়া পেনাল্টি তারা কাজে লাগাতে পারেনি। বদলি খেলোয়াড় সুচাভাদে চমোয়েং বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার জাপানের বিরুদ্ধে।