হোম সিরিজের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক। খবর ক্রিকেটপাকিস্তান ডটকম।
আগামী শনিবার সকাল সাড়ে ১১টায় প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোচ মিসবাহ-উল-হকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রাথমিক দলে শেহজাদ-আকমল সুযোগ পেলেও জায়গা হয়নি সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তারা।
- কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ গ্রেফতার
- ড. কালাম আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে পিসিবির কাছে ১২ অক্টোবর পর্যন্ত অনুমতি নেয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাচ্ছে না হাফিজ ও মালিক।
শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর করাচিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে ২ অক্টোবর। এরপর ৫ অক্টোবর লাহোরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ দুই ম্যাচ হবে ৭ ও ৯ অক্টোবর।