কেওয়াটাখালীতে তিস্তা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত​

ময়মনসিংহ প্রতিনিধি

বগি লাইনচ্যুত
বগি লাইনচ্যুত - ছবি : সংগৃহিত

ময়মনসিংহের কেওয়াটাখালীতে মঙ্গলবার সকালে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১টি বগি লাইনচ্যুত​ হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহর থেকে তিন কিলোমিটার দূরে শহরে কেওয়াটখালী এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এসময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে।

বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে