অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে যুক্ত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। তারেক রহমান বৈঠকে যুক্ত হয়েছেন লন্ডন থেকে। কাউন্সিলরদের সাথে বৈঠক শেষে রাতেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।
সূত্র মতে, ইতোমধ্যে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়ে। রাতেই হচ্ছে ছাত্রদলের কাউন্সিল। কাউন্সিল নিয়ে নানা জটিলতা থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউন্সিলরদের বৈঠক শেষে ভোটগ্রহণ শুরু হবে। এমনকি রাতেই কমিটি গঠন ঘোষণা হতে পারে।
এদিকে একাধিক সূত্রের দাবি, ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোটাভুটির প্রস্তুতি চলছে। সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায়।
মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তৃণমূল নেতারা চাচ্ছেন, কাউন্সিলরদের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব নির্বাচন হোক। এখন উদ্ভূত পরিস্থিতিতে গতকাল আমরা বৈঠক করেছি। সেখানে তারেক রহমানকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছি। এখন আমরা তার বিবেচনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেব।
সভাপতি পদের এক প্রার্থী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ কাউন্সিলরদের সঙ্গে কথা বলবেন। সেখানে প্রত্যক্ষ ভোট নেয়ার সম্ভাবনা রয়েছে বা কাউন্সিলরদের কাছে কমিটির জন্য নাম জানতেই চাইতে পারেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। এখন উনি যেভাবে ভালো মনে করবেন সেটাই হবে।
তিনি বলেন, এমন হতে পারে যে আজকে মতামত নিতে পারেন, দুদিন পরে কমিটি দেবেন। আবার আজও হয়ে যেতে পারে। তবে প্রার্থীরা চাচ্ছেন আজ বা দ্রুতই কমিটি হয়ে যাক।
এদিকে একটি সূত্র জানায়, কমিটি গঠনের জন্য ছাত্রদলের প্রভাবশালী কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক কাউন্সিলরদের সভায় সভাপতিত্ব করেন।
এনামুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ডেকেছেন। উনি ব্রিফ করবেন। তারপর সিদ্ধান্ত জানাবেন। কোনো সিলেকশন কমিটি না, ব্যালট পেপারে ভোট হবে বলেই তিনি জানান।
তিনি আও বলেন, অল্প সময়ের মধ্যেই হবে। আজকে হয়তো আমাদের মধ্য থেকে একটি নির্বাচন কমিশন তৈরি করে দিতে পারেন।
আগের মতো করে হবে কি না— এমন প্রশ্নের জবাবে এনাম বলেন, পরিস্থিতি অনুযায়ী যেভাবে উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা ছিল, সেভাবে হওয়ার সম্ভাবনা কম। ঘরোয়াভাবেই পার্টি অফিসে হতে পারে।
তবে আজকে কাউন্সিল হবে কি না- সে প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, সেটা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ছাড়া বোঝা যাবে না।
- মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ১৭৫
- রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
- র্যাবের হাতে যুবলীগ নেতা খালেদ মাহমুদ অস্ত্রসহ আটক
প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল গত ১৪ সেপ্টেম্বর। তবে ১২ সেপ্টেম্বর সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর করা মামলায় এই কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেয়া হয় এবং বিএনপির নেতাদের জড়িত থাকার বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। ষষ্ঠ কাউন্সিল করার জন্য বিএনপি থেকে একটি কমিটি করা হয়েছিল। তবে আদালতের আদেশের পর এখন ছাত্রদলই নিজেদের বিষয়টি দেখবে বলে জানানো হয় বিএনপি থেকে।