ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার না করলে কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পাক প্রধানমন্ত্রী।
ইমরান বলেন, কাশ্মীর থেকে জরুরি অবস্থা তোলা না হলে ভারতের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না।
এদিকে দুই দেশের মধ্যে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার। এরপর রাজ্যটিতে জারি করা হয় জরুরি অবস্থা।
শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে পাকিস্তান।
জাতিসংঘে তারা এ ব্যাপারে জানানোর পর এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়।
তবে ভারত বরাবরই বলে এসেছে, এটি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা