প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।
মহির আইনজীবী মো. ফিরোজুর রহমান মন্টু জানিয়েছেন, ঢাকার মহানগর হাকিম বাকি বিল্লাহ এই মামলার আবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রেখেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী টেলিভিশনে শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য শেনেন। সেখানে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন। সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন। তার ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এতে করে জনমনে চরম ভীতির সৃষ্টি হয়েছে। আসামি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন, যা হত্যাচেষ্টার শামিল।