রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোয় মিয়ানমার সরকারের আচরণের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আহ্বানের পর এ প্রস্তাব পাস করলেন ইউরোপীয় সংসদ সদস্যরা।
বেলজিয়ামের ব্রাসেলসে স্থানীয় সময় বৃহস্পতিবার পাস করা ওই প্রস্তাবে মানবাধিকার লঙ্ঘন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটিতে সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন নির্যাতন চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। প্রস্তাবনায় রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।
- যাকে ধরবে তাকেই বহিষ্কার করা হবে : যুবলীগ চেয়ারম্যান
- মাসাকাদজার ‘রাজসিক’ বিদায়ের দিনে জিম্বাবুয়ের বড় জয়
সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে বাংলাদেশ সরকারের নিরাপত্তা জোরদারে যেন শরণার্থীদের অধিকার লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া শরণার্থীদের যেন জোরপূর্বক প্রত্যাবাসন করা না হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে বলা হয়েছে।