চাঁদাবাজি মামলায় কুষ্টিয়ায় ২ যুবলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

ম থেকে মিজানুর রহমার মিজু ও আশরাফুজ্জামান সুজন
ম থেকে মিজানুর রহমার মিজু ও আশরাফুজ্জামান সুজন

চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।

universel cardiac hospital

সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের নিজ বাড়ি থেকে সুজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আলামিন জোয়াদ্দার নামের এক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন, জেলা যুবলীগ নেতা আনিচুর রহমান বিকাশ, সদর থানা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান আনিচ, ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিনসহ আরও একজন।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে