টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানেরও ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তারপরও চট্টগ্রামে শনিবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটাকে ঠিক নিয়ম রক্ষার বলা যাচ্ছে না। বরং ম্যাচটা মর্যদার লড়াই। বাংলাদেশের জন্যই মর্যদার লড়ইটা বেশি প্রযোজ্য। কারণ টি-২০ ক্রিকেটে আফগানিস্তান এক ধাঁধাঁ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। সেই জুজু কাটানোর ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

এর আগে ঢাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ওই ম্যাচের দলে তাই তিন পরিবর্তন নিয়ে চট্টগ্রামে আসে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় সাকিবরা। এবার আফগান চ্যালেঞ্জ নিতে হবে তাদের। জিম্বাবুয়ে অবশ্য শুক্রবারের ম্যাচে রশিদ খানদের হারিয়ে প্রমাণ করেছে কাজটা খুব একটা কঠিন নয়।

universel cardiac hospital

বাংলাদেশ দলে এ ম্যাচে এসেছে এক পরিবর্তন। বাঁ-হাতে চোট পাওয়া আমিনুল ইসলাম নেই দলে। তার জায়গায় আবার দলে ফিরেছেন সাব্বির রহমান। বাংলাদেশ দলে তিন পেসারের সঙ্গে আছেন স্পিনার সাকিব আল হাসান। বাকি চার ওভার বোলিং তাই মাহমুদুল্লাহ-মোসাদ্দেক, আফিফদের করতে হবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আসগর আফগান, করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে