প্রেসিডেন্ট সিসি’র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

সিসি'র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর
সিসি'র পদত্যাগের দাবিতে উত্তাল মিসর। ফাইল ছবি

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি-র পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে হাজারো জনতা। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম এত বিশাল বিক্ষোভের মুখোমুখি হলেন তিনি। এদিকে পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এএফপি’র সাংবাদিকরা এ কথা জানান।

দেশটির রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে জড়ো হয়েছেন হাজার-হাজার জনতা। ২০১১ সালের মিসর বিপ্লবের কেন্দ্রস্থল ছিল এই তাহরির স্কোয়ার।

universel cardiac hospital

মিসরের অন্যান্য শহরেও বিক্ষোভে করেছে জনতা। আলেকজান্দ্রিয়া, সুয়েজের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্বেচ্ছায় নির্বাসিত মিসরীয় ব্যবসায়ী ও অভিনেতা মোহাম্মদ আলীর আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার রাস্তায় নেমে আসতে শুরু করে মিসরের সাধারণ মানুষ। জেনারেল সিসি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে মানুষকে রাজপথে নামার আহ্বান জানান মোহাম্মদ আলী।

তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত সেখানে সিসি ও তার কর্মকর্তারা জনগণের বিপুল অংকের অর্থ অপচয় করছে।

এদিকে, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে উড়িয়ে দিয়েছেন জেনারেল সিসি।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে