ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

সারাদেশ ডেস্ক

দেশে একদিনে রেকর্ড ১৮৭০ রোগী ভর্তি
ফাইল ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফালী বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি মারা যান। নিহত শেফালীর বাড়ি মাগুরা জেলায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে শিশুসহ ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, শুক্রবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতাল থেকে শেফালী বেগম এখানে এসে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট চিকিৎসা নিচ্ছেন ২১৫ জন।

গত ২০ জুলাই থেকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১ হাজার ৯৮৫ জন। আর ঢাকায় পাঠানো হয়েছে ৪২৩ জনকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে