বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পায়নি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঘরের মাঠেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলো কোহলিরা।
আজ রোববার ভারতের ব্যাঙ্গালুরুরতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদাদের গতির মুখে পড়ে নিয়মিত বিবরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
সহজ টার্গেট তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটিং তাণ্ডবে ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় আনে সফরকারীর। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
- গুলশানে স্পা সেন্টারে অভিযানে আটক ১৬ নারী, ৩ পুরুষ
- খালেদ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য!
দলের জয়ে ৫২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন ডি কক। এছাড় ২৩ বলে ২৭ রান করেন বাভুমা। আর ২৬ বলে ২৮ রান করে আউট হন হ্যানরিক্স।