১৭ আগস্টে বোমা হামলার মামলায় ৫ জেএমবির কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আদালত
ফাইল ছবি

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ২০০৫ সালের ১৭ আগস্টে বোমা হামলার ঘটনায় ৫ জেএমবি সদস্যকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ রোববার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক আল মামুন এ রায় দেন।

universel cardiac hospital

আসামিরা হলেন- আব্দুল্লাহ আল সুহাইল, হাবিবুর রহমান ওরফে হাবিব (পলাতক), মুসা ওরফে মুস্তাফিজুর রহমান (পলাতক), আব্দুর রহমান মাসুদ ও নূরুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালে ১৭ আগস্ট আসামিরা ঢাকার খিলক্ষেত ওভারব্রিজের নিকট বোমা বিস্ফোরণ ঘটানয়। ওই ঘটনায় খিলক্ষেত থানার তৎকালিন এএসআই কাউছার আলম একটি মামলা দায়ের করেন।

২০০৫ সালের ২ নভেম্বর এ ৫ আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৩/৬ ধারায় চার্জশিট দাখিল করা হয়। ওই বছরই ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত এবং ২০০৬ সালের ১২ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় বিভিন্ন সময় মোট ১৯ জন সাক্ষ্য দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে