গুলশানের স্পা থেকে আটক দুই পুরুষ রিমান্ডে, ১৬ নারী কারাগারে

ডেস্ক রিপোর্ট

আদালত
ফাইল ছবি

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টার থেকে গ্রেপ্তার দুই পুরুষকে রিমান্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রেপ্তার ১৬ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে মানবপাচার আইনে দায়ের করা মামলায় ম্যাংগো স্পা থেকে আটক আসাদুজ্জামানকে দুই দিন ও লাইফ স্টাইল হেলথ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেলুন থেকে গ্রেপ্তার আলমকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

আজ বিকেলের দিকে তিন স্পা সেন্টার থেকে আটক ১৮ জনকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আসাদুজ্জামানকে সাত দিন ও আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষে জামিনের আবেদন জানানো হয়। মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান।

অন্যদিকে ১৬ নারীকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। একই আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার রাতে রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের এই তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন নারী ও তিনজন পুরুষসহ ১৯ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনায় গুলশান থানা পুলিশ মানবপাচার প্রতিরোধ আইনের ১২ ধারায় তিনটি পৃথক মামলা করে। আদালত পৃথক পৃথক আদেশ দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে