রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮৭ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা
ফাইল ছবি

যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮৭ মিলিয়ন পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। রোববার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও বাংলাদেশে ইউকে এইডের প্রধান জুডিথ হারবার্টসন।

universel cardiac hospital

সংবাদ সম্মেলনে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ়-টেকসই অংশীদারিত্ব বিদ্যমান। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা ও মানবতা দেখিয়েছে। আমরা এ উদ্যোগের প্রশংসা করি। রোহিঙ্গারা যেন নিরাপদে নিজ ভূমিতে ফিরে যেতে পারে, সেজন্য সেখানকার পরিবেশ উন্নয়নে যুক্তরাজ্য অঙ্গীকারাবদ্ধ।

জুডিথ হারবার্টসন বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য সরকার আরও ৮৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে।

এ নিয়ে ২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের সহায়তার পরিমাণ দাঁড়ালো ২২৬ মিলিয়ন পাউন্ড। এই ৮৭ মিলিয়ন পাউন্ড কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও তাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের জন্য ব্যয় করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে